কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে হামলার শিকার হয়েছেন বাংলা এডিশনের ‘ন্যাশনাল ডেস্ক ইনচার্জ’ সাংবাদিক বাদল হোসাইন।
সোমবার দিবাগত রাত ১২টার দিয়ে এই হামলার ঘটনা ঘটে। হামলার অভিযোগে দুইজনের নাম উল্লেখসহ আরও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।
মামলায় যে দুইজনের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন- সিঙ্গাইর সদর ইউনিয়ন পরিষদের বাসিন্দা জাহিনুর রহমান সৌরভ ও মুন্না।
মামলার এজাহারে জানানো হয়, বাদল হোসাইন কর্মস্থল থেকে একজন সঙ্গীসহ তার বাসার উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে তার সঙ্গীকে চারিগ্রামে নামিয়ে দিয়ে তিনি নিজ বাসায় যাচ্ছিলেন। এই সময় লাঙ্গুলিয়া ব্রিজের সামনে আগে থেকেই অবস্থান নেয়া একদল ডাকাত তার গাড়ি থামিয়ে দেশিয় অস্ত্র- রামদা, কুড়াল, লাঠি দিয়ে তার গাড়ি ভাংচুর করে।
সে সময় তাকেও মারধর করে আহত করে ডাকাতরা। এরপর তার গাড়িতে থাকা অফিসের কাজে ব্যবহৃত প্রায় দুইলক্ষ টাকা মূল্যের একটি ক্যামেরা ও তার সঙ্গে থাকা নগদ ৫৮ হাজার টাকা নিয়ে যায়।
এই সময় কোনো প্রকার বাঁধা দেয়ার চেষ্টা করলে তাকে প্রাণনাশের হুমকি দেয় ডাকাতরা।
ডাকাতি চলাকালীন সময়ে ওই রাস্তায় চলাচলরত ইট ভাটার মাটি বহনকারী কয়েকজন ট্রাকচালক এগিয়ে আসলে ডাকাতদল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
উল্লেখ্য যে, একইরাতে সংঘবদ্ধ ডাকাতদলটি আরও বেশ কিছু ট্রাক আটক করেছিল।