ঝিনাইদহে দৈনিক নয়া দিগন্ত’র মাল্টিমিডিয়া জেলা রিপোর্টার হলেন কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক রোকনুজ্জামান।
বিকেলে নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্রতিনিধি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কার্যালয়ের ভারপ্রাপ্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর ও প্রকাশক শামসুর হুদার সম্মতিক্রমে সারাদেশের নতুন রিপোর্টারদের হাতে বিভিন্ন সরঞ্জামাদি তুলেদেন পত্রিকার সম্পাদক ও প্রকাশকেরা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী, চিফ রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন ও সিটি এডিটর ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সহসভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম।
এসময় রোকনুজ্জামান বলেন, আমি ২০১৬ সালে ইসলামী বিশ্ববিদ্যায়ে ৩ মাসের একটি সাংবাদিক প্রশিক্ষণ শেষে জাতীয় দৈনিক আমাদের সংবাদ পত্রিকা, অনলাইন চিত্রা নিউজ ও অনলাইন প্রজন্ম নিউজের কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদ লেখা শুরু করি। গত ৪ তারিখে দৈনিক নয়া দিগন্ত পত্রিকা আমাকে জেলা রিপোর্টার হিসেবে দায়িত্ব দিয়েছে। আমি সবার কাছে দোয়া চাই, যেন আমার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি ও অনুসন্ধান নিউজ গুলা নিষ্ঠার সাথে তুলে ধরতে পারি।
রোকনুজ্জামান ঝিনাইদহে কোটচাঁদপুর উপজেলার গুড়পাড়া গ্রামের ঈদবার আলীর ছেলে। তিনি ২০১৪ সালে এসএসসি শেষে ইন্টার মিডিয়েটে ভর্তি হন কোটচাঁদপুর সরকারি কে এম এইচ কলেজে। বর্তমানে তিনি মাস্টার্সে ভর্তি হবেন বলে জানা গেছে।
এসময় তাকে শুভেচ্ছা জানায় ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন খান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাশার, রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত কুমার, প্রচার সম্পাদক রাম জোয়ার্দার কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ।