বাগেরহাটে চুলকাটিতে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন।
বাগেরহাট সদরের খানপুর ভট্ট বালিয়াঘাট স্কুল মাঠে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল দশটায় খানপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক বাবুল ফকিরের সভাপতিত্বে দুই দিনব্যাপী ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি খান হাফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন মোঃ আহাদ চাকলাদার, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মো: বাপ্পু ফকির, হেলাল ফকির, জাহিদ কাজী।
এসময় অন্যান্যের মধ্যে চুলকাটি প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ সোবহান, সাংবাদিক রিয়াদ মোড়ল, সাংবাদিক তরিকুল মোল্লা প্রমুখ।
শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চুলকাটি প্রেসক্লাব।