ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড নারী দলকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজে নিজেদের ছন্দ ধরে রাখতে পারেনি বাংলাদেশ নারী দল। শনিবার (৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৭ রানের পরাজয়ের ফলে সিরিজ নিশ্চিত করেছে আয়ারল্যান্ড। তাই তৃতীয় ও শেষ ম্যাচটি স্বাগতিকদের জন্য মান বাঁচানোর লড়াই। কেননা এ ম্যাচটিতে হারলে ঘরের মাঠে যে হোয়াইটওয়াশের লজ্জা পাবে তারা। আর এমনটি কেউই চায় না।
এদিকে প্রথম দুই ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারা বাংলাদেশ শেষ ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে জয় সিরিজ শেষ করতে চাইবে। সেই লক্ষ্যে তৃতীয় ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। শনিবার (৭ ডিসেম্বর) ম্যাচ শেষেই স্কোয়াড জানিয়ে দেয় বিসিবি। যেখানে অপরিবর্তিত রয়েছে দল।
প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ ভালো অবস্থানে থেকেও ১২ রানে হেরে যায়। আর দ্বিতীয় ম্যাচে তো ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা।
বাংলাদেশের স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মণি, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস সুমনা, তাজ নাহার, সানজিদা আক্তার মেঘলা।