কুষ্টিয়ার লক্ষ্মীপুর বাজার থেকে সেনাবাহিনীর পোশাক, ব্যাজ ও ওয়াকিটকি এবং খেলনা পিস্তলসহ এক ভুয়া মেজরকে আটক করেছে পুলিশ।
রোববার (১ ডিসেম্বর) বিকেলে তাকে আটক করা হয়। ওই ব্যক্তির নাম আমান।
তিনি ঠাকুরগাঁও জেলার রাণীনগরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি শেখ ফরিদ উদ্দিন বলেন, ওই ব্যক্তির সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।
ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে বলে জানান ওসি ফরিদ।