মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামে নিজ অর্থায়নে অসহায় ও দরিদ্র পরিবারের মেয়ের বিয়ের ব্যতিক্রমী এক উদ্যোগ নিলেন মা-বাবার দোয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শাহজালাল (পান কবিরাজ)শুক্রবার বিয়ের আয়োজন করেন সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর গ্রামের নিজ আঙিনায়।
বর যাত্রীদের খাওয়ার আয়োজন, বরের চাহিদা মতো জিনিসপত্র প্রদানসহ সবকিছুই করেন তিনি। শুক্রবার সিরাজদিখান উপজেলার কুসুমপুর এলাকার সামছুনাহার ও মো. ফয়সালের বিয়ে সম্পন্ন করেন।
মেয়ে বাবা বলেন, মো. শাহজালাল (পান করিবাজ) আমার মেয়ে বিয়ে সম্পূর্ন দায়িত্ব নিয়ে কাজ করছে। তার প্রতি আমি কৃজ্ঞতা প্রকাশ করছি।
গরীব,অসহায় পরিবারের মেয়ের বিয়ে আয়োজনের উদ্যোক্তা মা-বাবার দোয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. শাহজালাল (পান কবিরাজ) জানান,দরিদ্র, অসহায় ও পিতৃহীন মেয়ের বিয়ের উদ্যোগ গ্রহণ করেছি। ইতোমধ্যে কয়েকজনের বিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেছি।
এছাড়াও তিনি এলাকার গরীব ছেলেমেয়েদের পড়া লেখা, অর্থের অভাবে যারা চিকিৎসা করতে পারেননা তাদের চিকিৎসার ব্যবস্থাসহ নানা মানবিক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি তার এ মানবিক কাজ চালিয়ে যেতে সকলের সহযোগিতা কামনা করেন।