বেপরোয়া গতিতে খুলনার রূপসা সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চালবাহী একটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে সেতুর পশ্চিম প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্ঘটনার সময় চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ কারণে রূপসা সেতুতে ওঠার সময় দ্রুতগামী ট্রাকটি উল্টে যায়।
রূপসা সেতুর টোল প্লাজায় দায়িত্বে থাকা আল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।
গণমাধ্যমকে তিনি বলেন, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে চালবাহী একটি ট্রাক জিরো পয়েন্টের দিক থেকে সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে এতে কেউ আহত হয়নি। সেতুতে যান চলাচলেও তেমন বিঘ্ন ঘটেনি।
আবদুল কাইয়ুম আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের কাজ চলছে।