তানজিলা আক্তার রুবি, নেত্রকোণা প্রতিনিধিঃ সারাদেশব্যাপী ঘটিত হত্যা, ধর্ষণের প্রতিবাদে নেত্রকোণায় জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
৫ অক্টোবর সোমবার সকালে নেত্রকোণা জেলা ছাত্র ইউনিয়ন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচী পালিত হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনের ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচীতে বিভিন্ন সংগঠনের নেতারাও অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা অবিলম্বে ধর্ষকদের মৃত্যুদণ্ড নিশ্চিতের জোর দাবি জানান।
পরে জেলা প্রশাসক কাজী আবদুর রহমান বিক্ষোভকারীদের সাথে একাত্বতা পোষণের পাশাপাশি নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে এলাকা ভিত্তিক সামাজিক সচেতনা বৃদ্ধিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখার নির্দেশ দিয়ে সার্বিক ভাবে সহযোগীর প্রদানের আশ্বাস দেন।
এএসবিডি/আরএইচএস