ময়মনসিংহের তারাকান্দায় আন্তঃজেলা মোটরসাইকেল প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত আরিফ ইশতিয়াক(৩৮) চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার পুজকরা গ্রামের মো. জয়নাল আবেদিনের ছেলে।
৯ নভেম্বর(শনিবার)ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালী থানাধীন বাইপাস এলাকা থেকে তারাকান্দা থানা পুলিশের এসআই চন্দন সরকার ও এএসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ আরিফ ইশতিয়াককে গ্রেফতার করে এবং তাকে ১০ নভেম্বর(রোববার) বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।
তারাকান্দা থানা পুলিশের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই চন্দন সরকার জানান-বাদীর সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মহোদয়ের দিকনির্দেশনায় অনুসন্ধান চালিয়ে গোপন সংবাদের ভিত্তীতে ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন বাইপাস এলাকা থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া একটি পালসার এন ওয়ান সিক্সটি কালো রঙ্গের মোটরসাইকেলসহ মোটরসাইকেল প্রতারক চক্রের সদস্য আরিফ ইশতিয়াককে গ্রেফতার করি।গ্রেফতারকৃত আরিফ ইশতিয়াক কয়েকমাস আগে প্রতারণার মাধ্যমে মোটরসাইকেলটি হস্তগত করেছিলো।সে একটি প্রাইভেটকার বিক্রির কথা বলে বাদীর কাছ থেকে নগদ অর্থ ও মোটরসাইকেলটি হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যায়।
তিনি আরও জানান-গ্রেফতারকৃত আরিফ ইশতিয়াককে তারাকান্দা থানা মামলানং-৯ তারিখ-৯/১১/২০২৪ দায়েরের পর ১০ নভেম্বর(রোববার) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।