জুয়া, মাদকদ্রব্য বেচা-কেনা,মাদক,অবৈধ অস্ত্র উদ্ধারে ও জিরো টলারেন্স মোকাবেলায় দেশে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এই ধারাবাহিকতায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে ৭টি মামলা ৩,৫৩৫ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ গ্রেপ্তার এক জন।
৩ নভেম্বর (সোমবার) রাতে এই অভিযান পরিচালনা করেন(তারাকান্দা-ফুলপুর)আর্মি ক্যাম্প ও তারাকান্দা থানা পুলিশ।
সূত্রে জানাগেছে,মাদক,অবৈধ অস্ত্র উদ্ধার,লাইসেন্সবিহীন গাড়ি চালক,ফিটনেসবিহীন গাড়ি,দ্রুত গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালক মহাসড়কে অতিরিক্ত মাল বহনকারী ট্রাক ধরতে অভিযান পরিচালনা করা হয়।
এছাড়াও মাদকদ্রব্য অবৈধ মালামাল বহনকারী সন্দেহজনক হলে,গাড়ি তল্লাশি করা হয়েছে। এছাড়াও সোমবার রাত্রে দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টা অভিযান পরিচালনা করেন উপজেলার বিসকা ইউনিয়নের তিলাটিয়া গ্রামে।তিলাটিয়া গ্রামের মাদক ব্যবসায়ী কাইয়ুম,লিটন, সুলতানের বাড়ী তল্লাশি করে ৩৫৩৫ পিস ইয়াবা উদ্ধারসহ অস্ত্র সরঞ্জাম এবং কাইয়ুমের বাবা মোজাম্মেল হক (৫৫)কে গ্রেপ্তার করে এবং ইয়াবা ব্যবহারকারী একটি মোটরসাইকেল আটক করা হয়েছে এছাড়াও মোট ৭টি মামলা হয়।
এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান জানান,মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান চলছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।যৌথ বাহিনীর এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল ও সাধারণ জনগন।