বাংলাদেশ দলের অন্যতম ভরসা লিটন দাস। তবে, সম্প্রতি ব্যাট হাতে সেই আশার প্রতিদান দিতে পারছেন না লিটন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের হারের পেছনে বড় দায় ব্যাটারদের। যে দায় এড়াতে পারেন না লিটনও। তবে, দায়মুক্তির সুযোগ তিনি পাচ্ছেন না। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের একাদশেই নেই তিনি।
কেবল লিটন নয়, একাদশে আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশ এনেছে তিন পরিবর্তন। চোটের কারণে আগেই ছিটকে গেছেন জাকের আলী অনিক। তার জায়গায় স্কোয়াডে জায়গা পান মাহিদুল ইসলাম অঙ্কন। স্কোয়াডে ডাক পেয়েই একাদশে সুযোগ পেলেন এই ব্যাটার। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হচ্ছে অঙ্কনের।
এই ম্যাচে বাংলাদেশের তৃতীয় পরিবর্তন বোলিংয়ে। চট্টগ্রাম নাঈম হাসানের ঘরের মাঠ হলেও একাদশে সুযোগ পাননি তিনি। এই স্পিনারের পরিবর্তে একজন বাড়তি পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ। একাদশে ফিরেছেন নাহিদ রানা। ঢাকা টেস্টে একজন পেসার নিয়ে খেললেও, এই ম্যাচে পেস বিভাগে নাহিদকে সঙ্গী হিসেবে পাচ্ছেন হাসান মাহমুদ।
বাংলাদেশ দলের স্পিন কোচ মুশতাক আহমেদ বলেন, ‘দলের সবার মধ্যে একটা আগ্রহ আছে ভালো করার। একাদশ দেখে মনে হচ্ছে ঠিকঠাক। আসলে মাঠে কতটা কী করতে পারে, সেটি গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা।