সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :

নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে পৌর ছাত্রদলের আহ্বায়ক আটক।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

নেত্রকোণায় চাঁদাবাজির অভিযোগে পৌর ছাত্রদলের আহ্বায়ক আটক।

চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে নেত্রকোণা পৌর ছাত্রদলের আহ্বায়কসহ ২ জনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। আটককৃতরা হলেন, নেত্রকোণা পৌর ছাত্রদলের আহ্বায়ক জুনু খান মিল্কি (৩৫) ও তার সহযোগী সমীরন তালুকদার (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।

স্থানীয়রা জানান, রাজশাহী থেকে পণ্যবাহী ট্রাকে মালামাল নিয়ে আসার সময় নেত্রকোণা সদর এলাকার স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজরা গাড়ি থামিয়ে ড্রাইভার ও হেলপারের কাছে চাঁদা দাবি করে। এ সময় ট্রাকটির চালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে জিম্মি করে ট্রাকের মালামাল লুট করার চেষ্টা করা হয়।

পরবর্তীতে, অভিযোগ পেয়ে একজনকে হাতেনাতে আটক করে নেত্রকোণা সদর ক্যাম্পের সেনাবাহিনীর সদস্যরা। অপর সহযোগীকে স্থানীয় একটি পুকুর থেকে আটক করা হয়।

এ সময় তাদের স্বীকারোক্তিনুযায়ী লুট হওয়া ৯৩টি গুড়ের বাক্স, ৪০টি গুড়ের টিন,২ বস্তা রসুন, ৩ বস্তা পেয়াঁজ, ২ টি মোটর সাইকেল জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102