ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মল্লিকপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন পাঁচজন। এছাড়া এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধার অভিযানে হাইওয়ে পুলিশের সাথে কাজ করছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোরে ঝিনাইদহ পরিবহন ও গ্রিন এক্সপ্রেস নামে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত কারও নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।
বিস্তারিত আসছে।