সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন

হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী গ্রেফতার।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী গ্রেফতার।

নিষিদ্ধঘোষিত সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। শুক্রবার (৪ অক্টোবর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শুক্রবার ( ৪ অক্টোবর) ভোরে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিটিটিসি। তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার দুটি মামলার এজাহারনামীয় আসামি তিনি। তার বিরুদ্ধে আরো তিনটি মামলা বিচারাধীন রয়েছে। ইমতিয়াজ সেলিমকে আদালতে হস্তান্তর প্রক্রিয়াধীন আছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন গত ৫ আগস্ট রাজধানীতে প্রকাশ্যে মিছিল করে ২০০৯ সালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির। তারা দাবি করছে, শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে সংগঠনটির কর্মীরা মাঠে ছিল। সম্প্রতি ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে সংগঠনটি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও তুলেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102