চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ইস্টার্ন রিফাইনারির একটি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাত ইউনিট।
সোমবার সকাল ১১টার দিকে ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’ নামের জাহাজটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তেলবাহী জাহাজটির আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি স্টেশনের সাতটি ইউনিট কাজ করছে।
পাশাপাশি অগ্নি নির্বাপনে কোস্টগার্ড, নৌবাহিনী ও বন্দরের ফায়ার ফাইটিং টিম কাজ করছে।
ইস্টার্ন রিফাইনারির ডিজিএম এ কে এম নঈমুল্লাহ বলেন, বাংলার জ্যোতি জাহাজে আগুন লাগার পর সবাই নিরাপদে নেমে এসেছেন।
বাংলার জ্যোতি জাহাজটি বহির্নোঙ্গর থেকে অপরিশোধিত তেল রাষ্ট্রায়ত্ত পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারির জেটিতে পরিবহনে কাজ করে বলে জানিয়েছেন কর্মকর্তারা।