সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন

মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, ৩ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

বাগেরহাট সদর মডেল থানার অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, ৩ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার।

বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবুল হাসনাত খান, পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে বাগেরহাট সদর মডেল থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে আন্ত:জেলা মোটর সাইকেল চোর চক্রের ০৬ সদস্যকে ০৩ (তিন) টি চোরাই মোটর সাইকেল সহ আটক করে। চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার সংক্রান্তে আজ ৩০/০৫/২৪ ইং পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যন্ড অপস্) জনাব মোঃ রাসেলুর রহমান।

আন্ত:জেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে । গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জব্দকৃত আলামত

১. ০১ টি নীল রংয়ের পুরাতন Honda Livo 110cc নম্বর প্লেট বিহীন মোটর সাইকেল,
২. ০১টি কালো রংয়ের পুরাতন BAJAJ PLATINA 100cc নম্বার প্লেট বিহীন মোটর সাইকেল,
৩. ০১টি নীল রংয়ের পুরাতন HOAJUE 135CC নম্বর প্লেট বিহী মোটর সাইকেল,
৪. ০১টি মোটর সাইকেলের ডিজিটাল নম্বর প্লেট যাতে খুলনা মেট্রো-হ-১৩-২১৩৬ লেখা আছে।
৫. ০১টি লোহার তৈরি তালা/গ্রীল কাটা মেশিন কাটার, যাহা লম্বা ১৪ ইঞ্চি।
৬. ০১টি তালা কাটার সচল গ্রান্ডিং মেশিন একটি, যার সাথে তার ও প্লাগ সংযুক্ত।
৭. ০৭ টি মোটর সাইকেলের চাবি (Master Key সহ)।
৮. ০২টি সেলাই রেঞ্জ, যার একটি লম্বা ১২ ইঞ্চি এবং অপরটি ১০ ইঞ্চি।
৯. ০২টি স্ক্রু ড্রাইভার (একটি লম্বা ৭ইঞ্চি এবং অপরটি ৬.৫ ইঞ্চি)।
১০. ০২ টি রং পরিবর্তনকারী স্প্রে কৌটা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102