রাজধানীর ডেমরায় স্টাফ কোয়ার্টারের নিজ বাসায় ছেলে বিষ্ণু সরকারের ছুরিকাঘাতে বাবা উমেশ সরকার (৬৫) নিহত হয়েছেন। ঘটনার পর থেকে বিষ্ণু সরকার পলাতক রয়েছেন।
আজ সোমবার সকাল ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটে। দুপুর ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক উমেশকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাতি আকাশ সরকার বলেন, ‘আমার বাবা দাদার ওপর খুব টর্চার করত। আমার বাবা দুই বিয়ে করেছে, সে আরেকটি বিয়ে করার জন্য দাদাকে চাপ সৃষ্টি করে। দাদা এই নিয়ে আমার বাবাকে বকাঝকা করলে বাবা উত্তেজিত হয়ে আমার দাদাকে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। স্বজনরা খবর পেয়ে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার দাদা আর আর বেঁচে নেই।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।