আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৩ শিবপুর আসনে আওয়ামীলীগের একডজন (১২ জন) প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা সকলেই নৌকা প্রতীক চান। মনোনয়ন প্রত্যাশীরা হলেন শিবপুরের বর্তমান এমপি জহিরুল হক ভূঞা মোহন, জেলা আওয়ামীলীগরে সহ সভাপতি সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আ. ফ ম মাহবুবুল হাসান মাহবুব, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহমুদুল কবীর সাহিদ, অর্থ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিপু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান, ওয়াশিংটন মেট্রো শাখা আওয়ামীলীগের সভাপতি মোহসীনা জান্নাত রিমি, বশিরুল ইসলাম, মাসুদ হায়দার ও পিয়াস হায়দার।