বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:১৫ পূর্বাহ্ন

ভারতের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা উচিতঃ মির্জা ফখরুল।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

ভারতের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা উচিতঃ মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা সব সময় সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেছি এবং আমরা মনে করি, ভারতের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা উচিত।’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের এখন মুক্তির আবেগ। আমরা একটা ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়েছি। সেই সঙ্গে গণতন্ত্রের জন্য কাজ করছি। সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করছি সব সময়ই।’

মির্জা ফখরুলের সিলেট সফর উপলক্ষে তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ দল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

পরে দলের মহাসচিবকে নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)–এর মাজার জিয়ারত করতে যান নেতা-কর্মীরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102