বগুড়ায় মাদক বিরোধী অভিযানে শুকনা গাঁজা ফেনসিডিল সহ ২ জন গ্রেফতার।
বগুড়া ৪ এপিবিএন সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে, মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে গত বুধবার (২৮ সেপ্টেম্বর) ২০২৩ ইং তারিখে, দুপুর ৩ টায় মিনিটে এবং বিকেল ৫ টায় ঘটিকার সময় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন ফাঁসিতলা
নামক স্থানের স্বপ্নসিড়ি হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্ট এর পূর্বপাশে রংপুর টু ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার উপর মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে, নিজ হেফাজতে রাখা এক কেজী নেশা জাতীয় মাদকদ্রব্য শুকনো গাজাঁ যার অবৈধ বাজার মূল্য ৫০,০০০ ( আনুমানিক মূল্য পঞ্চাশ হাজার) টাকা ১ সহ ১জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী, লালমনিরহাট সদর উপজেলার, খারুরোয়া এলাকার মৃত: আহাম্মদ আলীর ছেলে, আ: রহমানক(৪৮) এবং একই দিনে, নিজ হেফাজতে রাখা নেশা জাতীয় অবৈধ মাদকদ্রব্য ১৫ বোতল ফেনসিডিল সহ, দিনাজপুর জেলার কোতোয়ালি থানার মুন্সিপাড়া গ্রামের, রায়হান হোসেনের ছেলে মামুনুর রশিদ (৩৫) কে গ্রেফতার করেন। যার অবৈধ বাজার মূল্য ৫০,০০০ ( পঞ্চাচ হাজার) টাকা এ বিষয়ে বগুড়া ৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহ অধিনায়ক ( পুলিশ সুপার) মো: মাহফুজ আলম এক বিজ্ঞপ্তিতে জানান, ৪ আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন বগুড়ার সুযোগ্য অধিনায়ক ( অ্যাডিশনাল ডিআইজি) মো: আব্দুর রাজ্জাক এর, সার্বিক দিক নির্দেশনায় এক মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের সময়, গ্রেফতারকৃত দুই জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯ (ক) এবং অপর গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় পৃথক দুটি ধারায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।