বাগেরহাট সদরের রাখালগাছি ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার দিবস উদযাপন।
বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা বুধবার (২০শে সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ইউপি সচিব শুভাশিস মল্লিকের সঞ্চালনায় প্রধান হিসেবে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ফারাজী।
এ সময় অন্যান্যের মধ্যে ইউপি সদস্য শেখ ফারুক হোসেন, সিথীন্দ্রনাথ দাস রনি, মিজানুর রহমান তুতু, মল্লিক আবু তালেব, স্বপন পাল, ঢালী জাহিদুর রহমান, শাহানারা পারভীন, রঞ্জিদা বেগম সহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ইউনিয়ন পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।