সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে ১৪৪ ধারা জারি করেছে কালীগঞ্জ উপজেলা প্রশাসন।
ঘটনাটি ঘটেছে আজ ২৭ জানুয়ারি ২০২৪ বিকাল ৫ টার দিকে। কমিটি গঠনকে কেন্দ্র করে ঘটেছে এই ঘটনা। হঠাৎ লোকে লোকারণ্য হয়ে পড়ে তারালী কালিগঞ্জ সড়কের চৌমাথা এলাকা।
ঘটনার খবর পেয়ে বালিগঞ্জ থানার সুযোগ্য নির্বাহী অফিসার অনুজা মন্ডল ছুটে যান ঘটনা স্থল পরিদর্শনে। অবস্থার অবনতি দেখে তিনি ১৪৪ ধারা জারি করেন।।
বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সমস্যা সমাধানের জন্য সচেষ্ট থাকেন। মাইকিং করে সাধারণ জনগণের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে।