মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি মুক্তিযোদ্ধাদের মধ্যে কোন বিভাজন সৃষ্টি করেনি : শামীম কুয়েটে শিক্ষার্থীদের আমরণ অনশন অব্যাহত, অসুস্থ হয়ে হাসপাতালে একজন গুলশান চেয়ারপার্সন কার্যালয়ে বিএনপির যৌথ সভা শুরু মশকনিধন কার্যক্রম মনিটরিংয়ে সেনাবাহিনী ১০ বছেরও নির্মিত হয়নি স্বাস্থ্য কমপ্লেক্স সেবা বঞ্চিত গুইমারা’র ৮০ হাজার মানুষ শেখ হাসিনার ডিগ্রি বাতিল করছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়? হাবিবুর নাহার সহ ১৬৯ জন আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল আল-আকসা ধ্বংসের এআই ভিডিও প্রচার, আরব বিশ্বের ক্ষোভ সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারি আজকের তরুণদের পেছনে ফেলে আসা উচিত নয় : প্রধান উপদেষ্টা

বিশ্ব ইজতেমা উপলক্ষে ডিএমপির ১৩ নির্দেশনা।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

বিশ্ব ইজতেমা উপলক্ষে ডিএমপির ১৩ নির্দেশনা।

বিশ্ব ইজতেমা উপলক্ষে মুসল্লিদের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে ১৩ দফা নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

সোমবার (২৭ জানুয়ারিডিএমপি উপকমিশনার (মিডিয়াতালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

আগামী ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা২০২৫ এবং আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি।

ডিএমপির দেওয়া বিশেষ নির্দেশনাগুলো হলো

আখেরি মোনাজাতের দিন ভোর ৪টা থেকে আন্তঃজেলা বাসট্রাককার্ভাডভ্যান ও অন্যান্য ভারী যানবাহন আব্দুল্লাহপুরধউড় ব্রিজ মোড় পরিহার করে মহাখালীবিজয় সরণিগাবতলী হয়ে চলাচল করবে।

অনুরূপভাবে নবীনগরবাইপাইল ও আশুলিয়া হয়ে উত্তরবঙ্গ থেকে আসা যানবাহন কামারপাড়া/আব্দুল্লাহপুর ক্রসিং পরিহার করে সাভারগাবতলী দিয়ে চলাচল করবে অথবা ধউড় ব্রিজ ক্রসিং হয়ে মিরপুর বেড়িবাঁধ দিয়ে চলাচল করবে।

ঢাকা থেকে এয়ারপোর্ট রোড দিয়ে আসা যানবাহন কুড়িল ফ্লাইওভারের ওপর দিয়ে প্রগতি সরণি হয়ে অথবা বিশ্বরোড ক্রসিং (নিকুঞ্জ১ ক্যাচি গেটদিয়ে ইউটার্ন করে চলাচল করবে।

আখেরি মোনাজাতের দিন ভোর ৪টা থেকে ৩০০ ফিট দিয়ে আসা যানবাহন কুড়িল ফ্লাইওভার লুপ২ (এয়ারপোর্টগামীপরিহার করে প্রগতি সরণি এবং কুড়িল ফ্লাইওভার লুপ৪ (কাকলী মহাখালীগামীব্যবহার করবেন। কোনোভাবেই বিমানবন্দর সড়ক ব্যবহার করা যাবে না।

আখেরি মোনাজাতের দিন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা/এয়ারপোর্টগামী এক্সিট পরিহার করার জন্য অনুরোধ করা হলো।

উত্তরার বাসিন্দাবিমানযাত্রীবিমান অপারেশনাল যানবাহন ও বিমান ক্রু বহনকারী যানবাহনফায়ার সার্ভিসের গাড়িআইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও অ্যাম্বুলেন্স ব্যতীত সব ধরনের প্রকার যানবাহনের চালকরা বিমানবন্দর সড়ক পরিহার করে বিকল্প হিসেবে মহাখালী বিজয় সরণি হয়ে মিরপুরগাবতলী সড়ক ব্যবহার করবেন।

ঢাকা মহানগর থেকে যেসব মুসল্লি পায়ে হেঁটে বিশ্ব ইজতেমাস্থলে যাবেনতাদের তুরাগ নদীর ওপরে নির্মিত পল্টুন ব্রিজ অথবা কামাড়পাড়া ব্রিজ দিয়ে টঙ্গী ইজতেমা ময়দানে যাতায়াত করবেন।

বিদেশগামী যাত্রীদের বিমানবন্দরে আনানেওয়ার জন্য আখেরি মোনাজাতের দিন পদ্মা ইউলুপ এবং কুড়াতলী লুপ– ২ এবং নিকুঞ্জ১ গেট থেকে ট্রাফিকউত্তরা বিভাগের ব্যবস্থাপনায় যাত্রীদের জন্য পরিবহন সেবা প্রদান করা হবে।

নির্ধারিত পার্কিং স্থানে মুসল্লিবাহী যানবাহন পার্কিংয়ের সময় অবশ্যই গাড়ির চালক/হেলপার গাড়িতে অবস্থান করবেন এবং বহনকারী যাত্রী ও চালক একেঅপরের মোবাইল নম্বর নিয়ে রাখবেনযাতে বিশেষ প্রয়োজনে তাৎক্ষণিকভাবে পারস্পরিক যোগাযোগ করা যায়।

১০মুসল্লিবাহী প্রতিটি যানবাহনের দৃশ্যমান স্থানে চালকের নাম এবং মোবাইল নম্বর দৃশ্যমান থাকতে হবে।

১১ঢাকাময়মনসিংহ মহাসড়কে ফ্লাইওভারের নিচে আব্দুল্লাহপুর বেইলি ব্রিজ ভেঙে যাওয়ার কারণে সব যানবাহন চালকদের আজমপুর হতে ফ্লাইওভার ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

১২সড়ক দুর্ঘটনা এড়াতে জনসাধারণকে পায়ে হেঁটে ফ্লাইওভার দিয়ে পারাপার না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

১৩খিলক্ষেত থেকে আব্দুল্লাপুর হয়ে ধউড় ব্রিজ পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে পার্কিং করা যাবে না।

এছাড়াও ডিএমপির ট্রাফিক বিভাগ বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা ও যানজট এড়ানোর লক্ষ্যে সম্মানিত ধর্মপ্রাণ নাগরিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছে।

গাড়ি পার্কিং সংক্রান্ত নির্দেশনা

ঢাকা ও চট্টগাম বিভাগের পার্কিংয়ের জন্য নির্ধারিত এলাকা ১৫ নং সেক্টর এলাকাধীন কদমতলী মার্কেট৫ নং ব্রিজের ঢাল এবং ১৭ নং সেক্টর উলুদাহ মাঠ।

সিলেট ও খুলনা বিভাগ থেকে আসা যানবাহন পার্কিং করবে উত্তরার ১৫ নং সেক্টর লেকপাড় মাঠ।

রাজশাহীরংপুর ও ময়মনসিংহ বিভাগ থেকে আসা যানবাহন পার্কিং করবে ১০ নং ব্রিজ এবং ১১ নং ব্রিজ লেকের পশ্চিম পার্শ্ব১৬ নং সেক্টরের ভেতরে এবং বউবাজার মাঠে।

বরিশাল বিভাগ থেকে আসা যানবাহন পার্কিং করবে ধউর ব্রীজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন।

ঢাকা মহানগরের থেকে আসা যানবাহন পার্কিং করবে ৩০০ ফিট রাস্তা সংলগ্ন স্বদেশ প্রোপার্টির খালি জায়গা।

 

ভাইভারশন সংক্রান্ত নির্দেশনা

ডাইভারশন পয়েন্ট শুধু আখেরি মোনাজাতের দিন অর্থাৎ আগামী ২ ফেব্রুয়ারি এবং ৫ ফেব্রুয়ারি ভোর ৪টা হতে ডাইভারশন স্থান ধউর ব্রিজ১৮ নং সেক্টর পঞ্চবটা ক্রসিংপদ্ম ইউলুপ১২ নং সেক্টর খালপাড়মহাখালী ক্রসিংহোটেল রেডিসন ব্লু ক্রসিংঢাকাময়মনসিংহ হাইওয়ে (বিশ্ব রোড নিকুঞ্জ১ ক্যাচি গেট), কুড়াতলী ফ্লাইওভার লুপমহাখালী ফ্লাইওভার পশ্চিম পার্শ্বমিরপুর দিয়াবাড়ী বাসস্ট্যান্ড ক্রসিং।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102