পুকুরে গোসল করতে নেমে কিশোরীর মৃত্যু।
গিয়াস উদ্দিন রনি,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে এক বাকপ্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে।
নিহত রওশন আরা আক্তার সাথী (১৮) উপজেলার চরজুবলী ইউনিয়নের দক্ষিণ চর কচ্ছপিয়া গ্রামের আবদুল মালেকেরে মেয়ে।
শনিবার (১০ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে উপজেলার চর কচ্ছপিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাথী শারীরিক ও বাকপ্রতিবন্ধী ছিল। দুপুরের দিকে তার পরিবারের সদস্যরা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ওই সময় সাথী একা ঘরের পাশে পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে পুকুরে গোসল করতে নামলে পুকুর থেকে সে আর উঠতে পারেনি। পুকুরের পানিতে ডুবেই তার মৃত্যু হয়। পরে পবিারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে পুকুরে তার ভাসমান মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে চরজব্বার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের কোন অভিযোগ নেই বলেও তারা পুলিশকে জানিয়েছে।