বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ইশতিয়াক সাদেক। শনিবার (২৪ জানুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভায় তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
বোর্ড সূত্রে জানা গেছে, দেশের ক্রিকেটের সামগ্রিক অবস্থানে সন্তুষ্ট না হওয়ায় এবং বোর্ডের বিভিন্ন কর্মকাণ্ডে নিজস্ব দৃষ্টিভঙ্গির সঙ্গে মিল না থাকার কারণে পদত্যাগের সিদ্ধান্ত নেন সাদেক।
ইশতিয়াক সাদেক গণমাধ্যমকে বলেন, ‘আমি পদত্যাগ করেছি কারণ গেম ডেভেলপমেন্ট বিভাগের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব যথেষ্ট সময় দিয়ে পালন করতে পারছি না। আশা করি আমার স্থলাভিষিক্ত ব্যক্তি এই বিভাগকে আরও এগিয়ে নেবেন।’
তিনি আরও বলেন, ‘বোর্ড বা অন্য কোনো পরিচালকের সঙ্গে কোনো সমস্যা নেই। সবার সঙ্গে সম্পর্ক খুবই ভালো। নিজ থেকেই আমি দায়িত্ব থেকে সরছি।’