বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

এবার রাজধানীতে জুতার কারখানায় ভয়াবহ আগুন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে নাজিরা বাজারের এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি রূপালী বাংলাদেশকে বলেন, সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে অগ্নিকাণ্ডের তথ্য পেয়েছি। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নির্বাপনে কাজ করছে।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে কিছু জানাতে পারেন নি তিনি।

এর আগে, শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর জিগাতলায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

একই দিন সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ৬ তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিন জন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আহমেদ।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ভবনের ভেতরে আটকা পড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত ও উদ্ধারকৃতদের চিকিৎসার জন্য উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

ভবনের ভেতরে আটকা পড়ে শ্বাসরোধ বা দগ্ধ হয়ে দুই নারী ও একজন পুরুষসহ মোট ৬ জন প্রাণ হারান। ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

নিহতরা হলেন, একই পরিবারের ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২) ও রাহাব (১৭)। বাকি তিন জন হলেন, আফসানা, রোদেলা আক্তার (১৪) এবং আড়াই বছর বয়সি শিশু রিসান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102