বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

বনানীর কফিপ্রেমীদের জন্য সুখবর, যাত্রা শুরু করল ‘নেক্সট ক্যাফে’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

রাজধানীর বনানী এলাকায় বসবাসকারী কফিপ্রেমীদের জন্য এলো নতুন এক সুখবর। শতভাগ গুণগত মান নিশ্চিত করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ভাইয়া গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘নেক্সট ক্যাফে’।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির।

ভাইয়া গ্রুপের এই নতুন উদ্যোগ শুধু রাজধানীতেই নয়, পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলা শহরে আউটলেট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য ৫০ শতাংশ ছাড় ঘোষণা করেছে নেক্সট ক্যাফে। পাশাপাশি থাকছে আরও নানা চমক।

ভাইয়া গ্রুপের নির্বাহী পরিচালক চৌধুরী মোহাম্মদ আলী বলেন, ‘১৯৯২ সাল থেকে আমরা সুনামের সঙ্গে ব্যবসা করে আসছি। কোয়ালিটি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ‘নেক্সট ক্যাফে’ আমাদের নতুন উদ্যোগ, যেখানে আমরা অথেনটিকেশন ও গুণগত মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘নেক্সট ক্যাফেতে গ্রাহকরা শুধু ভালো কফিই নয়, একটি সুন্দর ও আরামদায়ক পরিবেশও পাবেন। আশা করছি, গ্রাহকরা একবার এখানে আসলে বারবার ফিরে আসবেন। ভাইয়া গ্রুপের পুরোনো গ্রাহকদের জন্যও থাকছে বিশেষভাবে ৫০ শতাংশ ছাড়।’

বনানীর মতো অভিজাত এলাকায় ক্যাফেটির সহজলভ্যতার বিষয়ে তিনি বলেন, ‘নেক্সট ক্যাফে অবশ্যই সবার জন্য সহজলভ্য হবে। অন্যান্য কফিশপ ও ফাস্টফুড আউটলেটের সঙ্গে তুলনা করলে আমাদের দাম তুলনামূলকভাবে কম থাকবে।’

নেক্সট ক্যাফের ইনচার্জ মো. আবুল বারাকাত বলেন, ‘নেক্সট ক্যাফে একেবারেই আলাদা। আমরা গ্রাহকদের বেস্ট কফি পরিবেশন করতে চাই। খুব শিগগিরই ঢাকার মধ্যে ১০টি আউটলেট চালু হবে। শুধু ঢাকা নয়, দেশের প্রতিটি জেলা শহরেই নেক্সট ক্যাফের আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সাধারণ দর্শনার্থীরাও নেক্সট ক্যাফে নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, ক্যাফেটির পরিবেশ, আধুনিক সাজসজ্জা ও সেবার মান বনানীর কফিপ্রেমীদের জন্য একটি ইতিবাচক অভিজ্ঞতা তৈরি করবে।

নেক্সট ক্যাফের মাধ্যমে ভাইয়া গ্রুপ তাদের ব্যাবসায়িক কার্যক্রম আরও সম্প্রসারণ করল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ভাইয়া গ্রুপের পরিচালক জামাল মাহমুদ সিদ্দীক, হেড অব এইচআর মাহফুজুল ইসলাম চৌধুরী, ডেপুটি ডিরেক্টর (সেলস্ অ্যান্ড মার্কেটিং) মোহাম্মদ ফরহাদ উদ্দিন, জিএম অ্যান্ড সিএসও মো. আমিন উদ্দিন, জিএম অ্যান্ড সিএসও সুজন ওয়াসি উদ্দিন, সিনিয়র এক্সিকিউটিভ আল মামুনসহ অন্যান্য অতিথিরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102