গত বছরের ডিসেম্বরেই আইপিএলের মিনি নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশ দলের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের তোপের মুখে পড়ে, নিরাপত্তার শঙ্কা তুলে বিসিসিআই মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়।
মুস্তাফিজের এই ইস্যুতে পুরো বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিশেষ করে ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিসিবি।
বিসিবির মতে, যদি আইপিএলে একজন খেলোয়াড়ের নিরাপত্তা দিতে না পারে ভারত, তাহলে বাংলাদেশ দল, টিম ম্যানেজমেন্ট, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে ভারত?
এই বিষয়ে শক্ত অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা দুইবার আইসিসিকে চিঠি পাঠিয়ে বিষয়টি জানিয়েছে। এছাড়া বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও স্পষ্টভাবে জানানো হয়েছে, ভারতে নিরাপত্তা ঝুঁকি বেশি। ফলে এই পরিস্থিতিতে ভারতের মাটিতে বাংলাদেশ দলের খেলা সম্ভব না।
এ বিষয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও কোচ খালেদ মাহমুদ সুজন বলেন, ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে বড় ধরনের আর্থিক ক্ষতি হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলে জিম্বাবুয়ে ছাড়া অন্য কেউ বাংলাদেশ দলের সঙ্গে খেলতে চাইবে না।
তিনি আরও বলেন, তখন টিভি কাভারেজ, আয়, আর্থিক সাফল্য সবই হুমকির মুখে পড়বে। আয় ছাড়া ক্রিকেট চালানো সম্ভব নয়।