বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

আগামীকাল ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

বিশ্বভ্রমণের অংশ হিসেবে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার—ফিফা বিশ্বকাপের মূল ট্রফি আগামীকাল বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় পৌঁছাবে।

জানা গেছে, সবাই সরাসরি ট্রফিটি দেখার সুযোগ পাচ্ছেন না। কেবল কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনে অংশ নিয়ে নির্বাচিত বিজয়ীরাই কাছ থেকে ট্রফি দেখা ও ছবি তোলার বিশেষ সুযোগ পাবেন।

এই ক্যাম্পেইন শেষ হয়েছে গত ৮ জানুয়ারি। প্রোমোশনাল বোতলের কিউআর কোড স্ক্যান করে ফিফা-থিমভিত্তিক কুইজে অংশ নিয়ে বিজয়ীরা এই সুযোগ অর্জন করেন।

এর আগে ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’র ষষ্ঠ আসরের যাত্রা শুরু হয় সৌদি আরবের রাজধানী রিয়াদে। ২০০৬ সালের বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরো এই ট্রফি ট্যুরের উদ্বোধন করেন। রিয়াদ বিমানবন্দরের টারমাকে তিনি বিশ্বকাপ ট্রফি উন্মোচন করেন।

ট্রফি ট্যুরের অংশ হিসেবে দেল পিয়েরো তরুণ শিশুদের নিয়ে একটি ফুটবল ক্লিনিকেও অংশ নেন। সেখানে বিশ্বকাপ ট্রফি ও কিংবদন্তি ফুটবলারের উপস্থিতিতে শিশুদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

পরে রিয়াদের একটি বড় শপিং মলে সাধারণ দর্শকদের জন্য আয়োজন করা হয় পাবলিক ফ্যান ইভেন্ট, যেখানে শত শত ফুটবলপ্রেমীর সামনে প্রদর্শন করা হয় বিশ্বকাপ ট্রফি।

এই ট্রফি ট্যুরে ফিফা বিশ্বকাপের মূল ট্রফিটি ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি গন্তব্যে ভ্রমণ করবে। ১৫০ দিনের বেশি সময় ধরে চলা এই সফরের মাধ্যমে বিশ্বের হাজারো ফুটবলপ্রেমী জীবনে একবার হলেও কাছ থেকে দেখার সুযোগ পাবেন ফুটবলের সর্বোচ্চ সম্মাননা।

এদিকে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এই প্রথম যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো—তিন দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। এবারের আসরে অংশ নেবে ৪৮টি দল এবং অনুষ্ঠিত হবে রেকর্ড ১০৪টি ম্যাচ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102