আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। এই উত্তেজনা ক্রিকেট মাঠ ছাড়িয়ে রাজনীতির ক্ষেত্রেও প্রবেশ করেছে।
ভারত সরকার ইতিমধ্যেই জানিয়েছে, তারা সব অংশগ্রহণকারী দেশকে উষ্ণভাবে স্বাগত জানাতে প্রস্তুত। তবে বাংলাদেশ দল বিশ্বকাপে খেলবে কি না, তা সম্পূর্ণভাবে ঢাকার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘনিয়ে আসছে, এক মাসেরও কম সময় বাকি। তবে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
গত ৭ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে চিঠি পাঠিয়ে ভারতের ভেন্যু থেকে শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের অনুরোধ করেছে। চিঠিতে নিরাপত্তার বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
এ বিষয় নিয়ে গতকাল (৯ জানুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) মুম্বাইয়ে অভ্যন্তরীণ বৈঠক করেছে।
বিসিসিআইয়ের বৈঠক
বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া বৈঠকের পর জানিয়েছেন, বৈঠক মূলত সেন্টার অব এক্সিলেন্স ও অন্যান্য ক্রিকেটবিষয়ক আলোচনা নিয়ে ছিল। ‘বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কি না, তা আমাদের আলোচনার বিষয় ছিল না।’
এদিকে, এ ঘটনায় কিছু গুঞ্জন ছড়িয়েছিল যে, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া দেবাজিৎ সাইকিয়ার পদত্যাগের মাধ্যমে বিসিবিকে রাজি করানো হতে পারে। তবে এ গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ক্রিকেট সংশ্লিষ্ট সূত্র।