বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গভর্নিং কাউন্সিল ও বিসিবি অ্যান্টিকরাপশন ইউনিটের (আকু) বিরুদ্ধে অভিযোগ ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদের।
জানা যায়, বিপিএল চলাকালে এক আফগান ক্রিকেটারকে (রহমানউল্লাহ গুরবাজ) অনুমোদন ছাড়াই জিজ্ঞাসাবাদ ও মোবাইল ফোন চেক করা হয়েছে, যা দলের জন্য বিরক্তিকর ছিল।
শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের টিম হোটেলে এক সংবাদ সম্মেলনে আতিক ফাহাদ বলেন, সকাল ৭টা বা ৮টার দিকে গুরবাজ ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ কয়েকজন এসে তার রুমে ঢুকে পড়েন। টিম ম্যানেজার বা অন্য কেউ জানতেন না। শুধু দরজায় নক করে ঘরে
তিনি আরও জানান, গুরবাজ খুবই বিরক্ত ও আতঙ্কিত ছিলেন। তারা তার মোবাইল চেক করেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। পরে জানা যায়, তারা ছিল অ্যান্টিকরাপশন ইউনিটের লোক।
গুরবাজ এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন। বোর্ড থেকে তাকে জানানো হয়, এ ধরনের জিজ্ঞাসাবাদ করার আগে অবশ্যই ম্যানেজারকে জানাতে হবে এবং তার মাধ্যমে সময় নির্ধারণ করতে হবে।
আতিক ফাহাদ বলেন, কোনো খেলোয়াড়কে এভাবে অনুমোদন ছাড়াই রুমে জিজ্ঞাসাবাদ করা আইসিসি সমর্থন করবে না। গুরবাজও জানিয়েছেন, যদি এ রকম ঘটনা আবার ঘটে, তিনি এখানে খেলতে আসতে পারবেন না।