বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা লিওনেল মেসিকে ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে স্টেডিয়াম—সবখানেই মেসির উপস্থিতি মানেই নজরকাড়া উত্তেজনা। তবে সেই ভক্তি যখন সীমা অতিক্রম করে, তখনই তৈরি হয় বিতর্ক।
সম্প্রতি এমনই এক ঘটনায় আলোচনায় এসেছে মেসির পরিবার ও ইন্টার মিয়ামির ঘরের মাঠ।
ব্রাজিলিয়ান মডেল সুজি কোর্তেজের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিয়মিতভাবে মেসির সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ছবি ও বার্তা পাঠিয়ে আসছিলেন। বিষয়টি ভালোভাবে নেননি মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো।
ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান–এর প্রতিবেদনে বলা হয়, রোকুজ্জোর অনুরোধের পরই যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে সুজি কোর্তেজের প্রবেশ নিষিদ্ধ করা
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে কোর্তেজ সংবাদমাধ্যম এক্সট্রা–কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি নিজেকে অপমানিত মনে করেছি। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত কোনো বিরোধের জেরে কাউকে একটি পাবলিক খেলার ইভেন্টে ঢুকতে না দেওয়া মোটেও যুক্তিসংগত নয়।
তিনি আরও বলেন, গত মাসে অনুষ্ঠিত এমএলএস কাপ ফাইনাল দেখার জন্য স্টেডিয়ামে গেলে নিরাপত্তাকর্মীরা তাকে ঢুকতে দেননি।
এদিকে, শৈশবকাল থেকেই একে অপরকে চেনেন লিওনেল মেসি ও আন্তোনেলা রোকুজ্জো। ২০০৯ সালে তাদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসে এবং ২০১৭ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির সংসারে রয়েছে তিন সন্তান—থিয়াগো (১৩), মাত্তেও (১০) ও সিরো (৭)।