গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ‘ফোর স্টার’ গ্রুপের তিন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে, র্যাব-৪ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ফাইজুর রহমান ওরফে ডন মুক্তি, শারিক আহমেদ সুমন ওরফে হকি সুমন, মোস্তফা কামাল বাপ্পি ওরফে শুটার বাপ্পি।র্যাব জানায়, ফোর স্টার গ্রুপের সন্ত্রাসীরা মিরপুর এলাকায় নিয়মিত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেড়িবাঁধ এলাকায় চাঁদবাজির জন্য সংগঠিত হয়েছিলো তারা। সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, নির্বাচনের আগে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনাও ছিলো তাদের।