বিয়ে মেনে না নেওয়ার হতাশা থেকে পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করেছেন সিয়াম (১৯) নামের এক কলেজছাত্র।
শুক্রবার (০২ জানুয়ারি) সকাল ১০টায় চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার অন্তর্গত চর মানিকা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সিয়াম পরিবারের অজান্তে তার চাচাতো বোন অধরাকে ৬ মাস পূর্বে প্রণয়সূত্রে বিয়ে করেন। পরে বিষয়টি তাদের পরিবারের মাঝে জানাজানি হলে সিয়ামের পরিবার বিয়ে মেনে না নেওয়ায় মনোমালিন্য সৃষ্টি হয়। এতে শুক্রবার সকালে সিয়াম বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে চর কচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। পথেই সিয়াম মারা যান।
দক্ষিণ আইচা থানার ওসি জাহাঙ্গীর বাদশা জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।