শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

বাসে নারীকে ধর্ষণের হুমকি, বাধা দিতে গেলে যুবককে পিটিয়ে জখম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

গাজীপুর মহানগরীর টঙ্গী কলেজ গেট এলাকায় যাত্রীবাহী বাসে এক নারীর সঙ্গে অশোভন আচরণ ও ধর্ষণের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীকে উদ্ধার করতে গিয়ে বাসচালক ও হেল্পারের মারধরে একটি সামাজিক সংগঠনের সদস্য গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১ জানুয়ারি) সকালে টঙ্গী পশ্চিম থানাধীন কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘ভিক্টর ক্লাসিক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে যাত্রাকালে চালক ও হেল্পারের সঙ্গে এক নারীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ওই নারীকে ধর্ষণের হুমকি দেন বলে অভিযোগ ওঠে, যা বাসে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।বাসে উপস্থিত ‘BD Youth Revolution’ নামের একটি সামাজিক সংগঠনের এক সদস্য বিষয়টি তাৎক্ষণিকভাবে সংগঠনের অন্য সদস্যদের অবহিত করেন। খবর পেয়ে সংগঠনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি থামান এবং ওই নারীকে নিরাপদে উদ্ধার করেন।

তবে উদ্ধার কার্যক্রম চলাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। অভিযোগ রয়েছে, সংগঠনের সদস্য নুরনবিকে বাসের ভেতরে আটকে রেখে চালক ও হেল্পার লোহার রড দিয়ে অতর্কিতভাবে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়দের সহায়তায় আহত নুরনবিকে উদ্ধার করে রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহিন খান বলেন, ‘এই ঘটনার ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ভিক্টর ক্লাসিক বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান।’এদিকে, ধর্ষণের হুমকির প্রতিবাদ করায় নুরনবির ওপর ভিক্টর ক্লাসিক পরিবহনের চালক-হেল্পারের অতর্কিত হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বৃহস্পতিবার বিকাল ৩টায় টঙ্গীর সফিউদ্দিন কলেজ গেট এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও বিক্ষোভে ‘BD Youth Revolution’-এর সদস্যসহ বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে গণপরিবহনে নারীকে ধর্ষণের হুমকি দেওয়া এবং সেই অপরাধে বাধা দিতে যাওয়া একজন যুবককে নির্মমভাবে মারধরের ঘটনা সমাজের জন্য ভয়াবহ বার্তা বহন করে।

তারা দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, এমন অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে নারীর নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102