বছরের প্রথম দিনেই বাগেরহাটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল থেকেই জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাশাপাশি মাদ্রাসাগুলোতেও শিক্ষার্থীদের মধ্যে নতুন বই বিতরণ করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলমান থাকায় কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই নিজ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
নতুন বই পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস।
ছাত্র-ছাত্রীরা জানান, নতুন বছরের প্রথম দিনেই নতুন বই পেয়ে খুব ভালো লাগছে। বইগুলো পেয়ে এখন মন দিয়ে পড়াশোনা করতে পারবো। শিক্ষকরা আমাদের নিয়মিত স্কুলে আসতে বলেছেন।অভিভাবক অলীপ সাহা কালা বলেন, বছরের শুরুতেই বই হাতে পাওয়ায় আমরা সন্তুষ্ট। এতে বাচ্চাদের পড়াশোনার আগ্রহ বাড়ে। সরকার সময়মতো বই দিয়েছে, এজন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ।
প্রধান শিক্ষক শ্যামল গোলদার বলেন, শিক্ষা কার্যক্রমকে গতিশীল রাখতে নির্ধারিত সময়েই বই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের সহযোগিতায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।