বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ আসনে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে গণঅধিকার পরিষদ জাতিসংঘ সংস্থার সদর দপ্তর গুঁড়িয়ে দিল ইসরায়েল বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী প্রস্তাবিত ২০ গ্রেডের নতুন সরকারি বেতন স্কেল দেখে নিন ইবির দুর্নীতি ও অনিয়মের পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির ৫৯ নেতাকে বহিষ্কার দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড নির্বাচন ও নিরাপত্তা নিয়ে সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ বার্তা প্রধান উপদেষ্টার কাছে ‘নবম জাতীয় বেতন কমিশন’ প্রতিবেদন পেশ বরিশালে চূড়ান্ত লড়াইয়ে ৩৬ প্রার্থী, পেলেন প্রতীক বরাদ্দ

সমালোচনার মুখে মোহাম্মদ রিজওয়ান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

বিগ ব্যাশ লিগে (বিবিএল) মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে হতাশা যেন কাটছেই না। মেলবোর্ন রেনেগেডসের হয়ে সিডনি সিক্সার্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও ব্যর্থ হয়েছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার। মাত্র ৬ রান করে বেন ডোয়ারশুইসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি।

ডকল্যান্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে রিজওয়ান দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি।

চলতি বিবিএলে চার ইনিংসে তার সংগ্রহ মাত্র ৫৮ রান। গড় ১৪.৫০, স্ট্রাইক রেট মাত্র ১০০—যা একজন অভিজ্ঞ টি-টোয়েন্টি ব্যাটারের জন্য মোটেও সন্তোষজনক নয়।সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা

বিবিএলে বাবর আজম ও শাহিন আফ্রিদির ব্যর্থতা নিয়ে সমালোচনা চললেও মোহাম্মদ রিজওয়ানও বাদ যাননি। সিক্সার্সের বিপক্ষে ব্যর্থতার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ক্রিকেটভক্ত রিজওয়ানের ধীরগতির ব্যাটিং ও ফর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ এমনকি তাকে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পরামর্শও দিয়েছেন।

একজন ভক্ত লিখেছেন, টি-টোয়েন্টিতে টেস্ট ক্রিকেটের মতো ব্যাটিং—নতুন বছরে নতুন ফরম্যাট! আরেকজনের মন্তব্য, আর নিজেকে বিব্রত না করে টি-টোয়েন্টি ছেড়ে দেওয়ার সময় এসেছে।

একসময় পাকিস্তান দলের টি-টোয়েন্টি ব্যাটিংয়ের মূল ভরসা ছিলেন মোহাম্মদ রিজওয়ান। বাবর আজমের সঙ্গে ওপেনিং জুটিতে তিনি গড়েছিলেন পাকিস্তানের সবচেয়ে সফল টি-টোয়েন্টি জুটি। দুজনে মিলে করেছিলেন ২৫২২ রান।তবে ইংল্যান্ডের বিপক্ষে নিরুত্তাপ সিরিজ এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জাজনক হারের পর থেকেই রিজওয়ানের জায়গা নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত পাকিস্তান দল তাকে টি-টোয়েন্টি থেকে বাদ দিয়ে তরুণ ও আক্রমণাত্মক ব্যাটারদের ওপর ভরসা করে।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারে রিজওয়ান করেছেন ৩৪১৪ রান, গড় ৪৭.৪২ এবং স্ট্রাইক রেট ১২৫.৩৮—সংখ্যাগুলো এখনো ঈর্ষণীয়। তবে সাম্প্রতিক পারফরম্যান্স সেই পরিসংখ্যানের সঙ্গে মিলছে না।

এদিকে, বিবিএলকে নিজের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছিল মোহাম্মদ রিজওয়ানের জন্য। তবে অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টে ধারাবাহিক ব্যর্থতায় পাকিস্তানের টি-টোয়েন্টি দলে তার ফেরার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102