শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক যুবককে (২৫) পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকার নাগবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রায়হান খান (২৫)। তিনি চাঁদপুর জেলার বহারিয়া বাজার এলাকার প্রয়াত বিল্লাল খানের ছেলে। রায়হান পশ্চিম দেওভোগের তাঁতীপাড়া এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন।ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান জানান, নিহত রায়হান খানের বিরুদ্ধে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ মোট তিনটি মামলা রয়েছে।

তিনি বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে সে প্রায়ই টাকা-পয়সা চাঁদা নিত। মাদক ব্যবসায় বাধা দিলে অনেকেই হামলার শিকার হতেন। বাড়ির ভাড়াও ঠিকমতো দিত না। এসব কারণে স্থানীয়রা তার ওপর ক্ষুব্ধ ছিল। বৃহস্পতিবার সকালে একটি গ্যারেজের মালিকের কাছ থেকে টাকা চাইলে তর্কাতর্কি হয়। একপর্যায়ে লোকজন তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে।’

পুলিশ নাগবাড়ি এলাকার তিন রাস্তার মোড় থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ওসি জানান, নিহতের মুখমণ্ডল থেঁতলে দেওয়া হয়েছে এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।এদিকে, একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনও সকালে তাকে মারধরে অংশ নেয়।

ফতুল্লা থানার ওসি আরও বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের পেছনে পুরোনো কোনো বিরোধ ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।’

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102