শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

নলডাঙ্গায় খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

নাটোরের নলডাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার শতশত মানুষ অংশগ্রহণ করেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় বিএনপি নেতা ও সাবেক এমএড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলুর শোকার্তে এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এস. এম. জাহিদুল ইসলাম জাহিদের সৌজন্যে নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন: নলডাঙ্গা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাসির উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক মো. জিয়াউল হক জিয়া, উপজেলা জামায়াতের আমির মো. আব্দুর রব, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. গিয়াসউদ্দিন, পৌর বিএনপির সাবেক সহসভাপতি মো. জাফর মাস্টার, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মো. মোহসিন, পৌর শ্রমিকদলের সভাপতি মো. জিল্লুর ভান্ডারী, বিএনপি নেতা মো. সিরাজুল ইসলাম, বিএনপি নেতা চন্নু এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।এর পাশাপাশি উপজেলার মাধনগর ও বাঁশিলায় বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102