শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

ড. শফিকুলের জমি-বাড়ি নেই, পারিবারিক ঋণ সাড়ে ৪ লাখ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেছেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে তার আয়-ব্যয়ের বিস্তারিত চিত্র।

হলফনামা অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে ড. শফিকুল ইসলাম মাসুদের মোট সম্পদের পরিমাণ ৪৪ লাখ ৭৭ হাজার ৯৬৪ টাকা। বার্ষিক আয় দেখানো হয়েছে ১০ লাখ ১২ হাজার ৮৩০ টাকা, যার বিপরীতে তিনি ৪৫ হাজার ৪২৫ টাকা আয়কর প্রদান করেছেন।

তিনি হাতে নগদ রেখেছেন ৪৩ হাজার ২৫০ টাকা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে জমা রয়েছে ১৬ লাখ ২৫ হাজার ২৯৩ টাকা। পেশা হিসেবে তিনি নিজেকে পরামর্শক হিসেবে উল্লেখ করেছেন। এ ছাড়া বন্ড, ঋণপত্র ও স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় এমন প্রতিষ্ঠানের শেয়ার রয়েছে ৩ লাখ ৫ হাজার টাকার।

হলফনামায় আরও উল্লেখ করা হয়, তার কোনো জমি, বাড়ি কিংবা অ্যাপার্টমেন্ট নেই। তবে পারিবারিকভাবে রয়েছে ৪ লাখ ৫০ হাজার টাকার হাতঋণ।ড. শফিকুল ইসলাম মাসুদের স্ত্রীর পেশা চিকিৎসক। সর্বশেষ আয়কর বিবরণী অনুযায়ী তার স্ত্রীর বার্ষিক আয় ৬ লাখ ৪১ হাজার ৮৭৫ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ১২ লাখ ২৩ হাজার ৪৪৩ টাকা।

হলফনামা অনুযায়ী, ড. শফিকুল ইসলাম মাসুদের রয়েছে ১ লাখ ৩৮ হাজার টাকার ইলেকট্রিক পণ্য এবং ১ লাখ ৪৫ হাজার টাকার আসবাবপত্র। তবে তার বা পরিবারের নামে কোনো যানবাহন বা ব্যক্তিগত গাড়ি নেই।

আয়ের উৎস হিসেবে উল্লেখ করা হয়েছে, ব্যবসা থেকে আয় ৫ লাখ ২ হাজার ৮৩০ টাকা। পরামর্শক হিসেবে আয় ৪ লাখ ৮০ হাজার টাকা। অন্যান্য আয় ৩০,০০০/- টাকা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102