শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

বগুড়ায় রিফাত জাহান রিংকি (১৯) নামে এক তরুণ গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে বগুড়া সদর উপজেলার নুনগোলা দক্ষিণপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই নিহতের স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছেন। নিহতের পরিবার এ ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছে।

নিহত রিফাত জাহান রিংকি বগুড়ার শাজাহানপুর উপজেলার নন্দকুল উত্তরপাড়া গ্রামের রাশেদুল ইসলামের মেয়ে। পাঁচ বছর আগে তার বিয়ে হয় সদর উপজেলার নুনগোলা এলাকার নুরু মিয়ার ছেলে নুরুন্নবীর সঙ্গে। তাদের সংসারে রয়েছে চার বছর বয়সি এক কন্যাসন্তান।

রহস্যজনক ফোনকল ও শেষ যাত্রা

নিহতের বোন আশা খাতুন জানান, মঙ্গলবার বিকেলে রিংকির মোবাইল ফোন থেকে তার কাছে একটি মিসড কল আসে। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় তিনি রিংকির নম্বরে একাধিকবার কল দিলেও কেউ ফোন রিসিভ করেননি। তিনি বলেন, ‘সন্ধ্যার দিকে হঠাৎ আমার ভগ্নিপতি নুরুন্নবী ফোন করে বলে—রিংকির ওপর জিনের আছর পড়েছে, আপনারা দ্রুত আসেন। আমরা বিষয়টি শুনে আতঙ্কিত হয়ে পরিবারের লোকজন নিয়ে শ্বশুরবাড়িতে যাই।’ সেখানে গিয়ে তারা দেখতে পান, রিংকির নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। তখন আশপাশে শ্বশুরবাড়ির কাউকেই পাওয়া যায়নি।

হত্যার অভিযোগ ও আলামত নষ্টের দাবি

নিহতের বোন আশা খাতুন দৃঢ় কণ্ঠে অভিযোগ করে বলেন, ‘আমার বোন আত্মহত্যা করতে পারে না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনা ধামাচাপা দিতে শ্বশুরবাড়ির লোকজন বাড়ির সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে। তারা সবাই পালিয়ে গেছে। আমরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই রিংকি পারিবারিক নির্যাতনের শিকার হচ্ছিল। তবে লোকলজ্জার ভয়ে এসব বিষয় প্রকাশ করতে পারেননি তিনি।

বগুড়া সদর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিক সুরতহালে আত্মহত্যার কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’বাড়ির সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য আমাদের কাছে নেই। তদন্তের স্বার্থে সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।’ তিনি আরও জানান, এ ঘটনায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এলাকায় শোক ও উত্তেজনা

রিংকির মৃত্যুর খবরে নুনগোলা ও শাজাহানপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশী ও স্বজনদের মাঝে ক্ষোভ ও প্রশ্ন—এটি কি আত্মহত্যা, নাকি গৃহবধূ হত্যার আরেকটি ঘটনা?

ময়নাতদন্ত প্রতিবেদন ও পুলিশি তদন্তের দিকে তাকিয়ে আছে নিহতের পরিবারসহ পুরো এলাকাবাসী। তারা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102