বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন, তার আন্তর্জাতিক ক্যারিয়ার এখন একটি ‘মধ্যবর্তী পর্যায়ে’ রয়েছে এবং তার বর্তমান ফোকাস ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট –এর দিকে।
সাক্ষাৎকারে সাকিব জানান তার ভবিষ্যৎ পরিকল্পনা। তিনি বলেন, আমি এখন নিজের জন্য খেলছি। যতদিন সুযোগ থাকবে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করব।
তিনি আরও স্পষ্ট করেন যে, জাতীয় দলের লাল-সবুজ জার্সির চেয়ে এখন তার আগ্রহ রঙিন ফ্র্যাঞ্চাইজি দুনিয়ায় বেশি।বিপিএলের প্রতি আগ্রহ নিয়ে সাকিব বলেন, যদি সূচি ও সুযোগ থাকে, তবে আবারও বিপিএলের জার্সি গায়ে জড়াতে চাই। তবে দেশে ফেরার ক্ষেত্রে আমার রাজনৈতিক পরিচয় এবং গত আগস্টের পরবর্তী পরিস্থিতি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
তিনি যোগ করেন, কোনো ফ্র্যাঞ্চাইজি যদি আমাকে দলে নিতে আগ্রহী হয় এবং নিরাপত্তা নিশ্চিত করে, তবেই মাঠে নামব।
জাতীয় দল নিয়ে তিনি বলেন, বিসিবি চাইলে আমাকে ফেরাতে পারে, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে তারা এখন এ বিষয়ে সরাসরি সিদ্ধান্ত নিচ্ছে না।
এছাড়া, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজে খেলতে না পারা তার ক্যারিয়ারের একটি বড় আফসোস।