শ্রীলঙ্কা ক্রিকেট দল আবারও নিজেদের পুরোনো তারকা পেসার লাসিথ মালিঙ্গাকে কনসালট্যান্ট বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছে। দলটি আগামী ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে, যে আসরে শ্রীলঙ্কা সহ-আয়োজক হবে।
এই নিয়োগ ৪০ দিনের জন্য, যা ১৫ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে। তবে মালিঙ্গার আগে থেকেই দলের গুরুত্বপূর্ণ বোলারদের সঙ্গে কাজের ধারাবাহিকতা রয়েছে।
মালিঙ্গা আগে অন্তত দু’বার অফিসিয়ালি ফাস্ট বোলিং কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন, এছাড়া তিনি বহু বছর ধরে শীর্ষ বোলারদের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে পরামর্শও দিয়ে আসছেন।বিশেষভাবে মালিঙ্গা তার অভিজ্ঞতা কাজে লাগাবেন রাউন্ড-আর্ম বোলার মাথিশা পাথিরানা ও নুয়ান থুশারার সঙ্গে, যারা শ্রীলঙ্কার প্রাথমিক টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে রয়েছেন এবং সম্ভবত চূড়ান্ত ১৫ সদস্যের দলে থাকবেন।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালিঙ্গার আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং বিশেষ করে শর্ট ফরম্যাটের ‘ডেথ বোলিং’-এর খ্যাতিসম্পন্ন দক্ষতা কাজে লাগিয়ে আমরা বিশ্বকাপের প্রস্তুতি আরও শক্তিশালী করতে চাই।