নাটোরের বড়াইগ্রামে বিদ্যুৎস্পর্শে যুথী খাতুন (১০) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর পূর্বপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত যুথী খাতুন (১০) উপজেলার কালিকাপুর পূর্বপাড়া গ্রামের জহুরুল ইসলামের কন্যা। যুথী খাতুন বাড়িতে গৃহকাজ করতেন।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বিকেলে উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে যুথী খাতুন বিড়াল খোঁজার জন্য বাড়ির টিনের চালায় উঠলে বাড়ির ওপর দিয়ে যাওয়া নাটোর-২ পল্লি বিদ্যুতের লাইনের সাথে অসাবধানতাবশত মাথা স্পর্শ করে গুরুতর আহত হন। এরপর পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় বনপাড়া আমেনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বসতবাড়ির ওপর দিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের লাইন যাওয়ায় বাড়ির মালিক মো. জমিরউদ্দীন বনপাড়া পল্লি বিদ্যুতের কাছে লিখিতভাবে লাইন অপসারণের আবেদন করেছিলেন। তবে বনপাড়া পল্লি বিদ্যুৎ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন যুথীর দাদা জমিরউদ্দীন।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র দাস জানান, ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।