মৌলভীবাজারের বড়লেখায় জামাল উদ্দিন ও আব্দুল কাইয়ুম নামের দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার দিক উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন (কাটালতলী) বিওসি কেছরিগুল গ্রামে এ ঘটনা ঘটে।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ইতোমধ্যে মরদেহ দুটি আমাদের হেফাজতে নিয়েছি। দুর্বৃত্তদের আমরা শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা করছি। আমাদের একাধিক টিম এ বিষয়ে কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি বিষয় প্রক্রিয়াধীন।