আগামী আইপিএল মৌসুমে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলার সুযোগ পেয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়েছে ৯ কোটি ২০ লাখ রুপিতে। টুর্নামেন্টটি শুরু হবে আগামী মার্চের শেষে এবং চলবে প্রায় দুই মাস।
কিন্তু আইপিএল শুরুর দুই মাস আগে একটি বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের ধর্মীয় নেতারা হুমকি দিয়েছেন, মুস্তাফিজকে যদি মাঠে নামানো হয় তবে তারা ভাঙচুর চালাতে পারেন। সামাজিক মাধ্যমে এমন দাবিও উঠেছে যে কলকাতাকে বয়কট করা হোক।
উজ্জয়িনীর রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ বলেছেন, বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপস্বী যোদ্ধারা, তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে।এর পেছনে বাংলাদেশের সাম্প্রতিক হিন্দু ধর্মাবলম্বীদের ওপর সহিংসতার ঘটনা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। ১৮ ডিসেম্বর ময়মনসিংহে দীপ চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়, এবং ২৪ ডিসেম্বর রাজবাড়িতে অমৃত মন্ডলকে হত্যা করা হয়।
মুস্তাফিজ আইপিএলে কতদিন খেলতে পারবেন তা এখনো নিশ্চিত নয়। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে ক্রিকেট অপারেশন্স বিভাগ। তবে আইপিএলের সময় বাংলাদেশ দলের প্রয়োজন অনুযায়ী তার খেলায় সমন্বয় হবে।