শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম-৪ আসনে সালাহউদ্দিন নয়, বিএনপির প্রার্থী আসলাম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

সব ধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, পাহাড়তলী–আকবর শাহ আংশিক) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন লায়ন মো. আসলাম চৌধুরী, এফসিএ।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায় নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কেন্দ্র থেকে প্রাপ্ত মনোনয়নপত্র প্রদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায় এবং দীর্ঘদিনের প্রার্থী পরিবর্তন সংক্রান্ত গুঞ্জনের অবসান ঘটে।এর আগে গত বুধবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নপত্র গুলশানে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রহণ করেন আসলাম চৌধুরী।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী সালাহউদ্দিনের নাম প্রাথমিকভাবে ঘোষণা করা হয়। তবে এরপর থেকেই সম্ভাব্য প্রার্থী পরিবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সব গুঞ্জনের অবসান ঘটিয়ে দলের চূড়ান্ত মনোনয়ন লাভ করেন লায়ন মো. আসলাম চৌধুরী।মনোনয়ন নিশ্চিত হওয়ার পর প্রতিক্রিয়ায় আসলাম চৌধুরী বলেন, ‘দল আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তা নেতাকর্মীদের ত্যাগ ও ভালোবাসারই প্রতিফলন। আপনাদের প্রত্যাশার কারণেই দল প্রাথমিক সিদ্ধান্ত পরিবর্তন করে আমাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই আস্থার মর্যাদা রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। একই সঙ্গে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।’

 

 

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102