শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

ঘোড়া জবাই করে মাংস পরিবহনকালে আটক ২

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ঘোড়া জবাই করে গোপনে মাংস ঢাকায় পরিবহনের সময় দুজনকে আটক ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অনুষ্ঠিত হয় শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায়, যমুনা নদীর চর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে।

আটকরা হলেন বগুড়া জেলার গাবতলী থানার বাগবাড়ী গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জাহিদুল এবং গাজীপুর জেলার কোনাবাড়ী থানার পেয়ারাবাগানের মৃত আবুর ছেলে তারেক, যিনি গাড়িচালক ছিলেন।

কাজীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান জানিয়েছেন, তাদের পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া অভিযান শেষে জব্দকৃত ঘোড়ার মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।তিনি আরও জানান, জনস্বাস্থ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানের সময় কাজীপুর থানা পুলিশের একটি মোবাইল টিমসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102