নানা জটিলতায় প্রতি আসরের মতো এবারও মাঠে খেলা শুরুর আগেই নানা অনিয়ম ও অস্বস্তিকর ঘটনায় প্রশ্নবিদ্ধ হলো বিপিএল ২০২৫-২৬ আসর। নানা জটিলতা ও বিতর্কের মধ্যে আজ শুরু হলো বিপিএল। একদিন আগে ক্যাপ্টেনস ডে হওয়ার কথা থাকলেও ট্রফি না আসায় সেটি হয়নি। এসব কিছু না হওয়ার পেছনের কারণটা হলো এখনো সিলেটে পৌঁছায়নি বিপিএলের ট্রফি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেটে গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান এ কথা।
সাখাওয়াত হোসেন বলেন, ‘যে ট্রফিটা আগে ছিল ওইটা একটা গতানুগতিক ট্রফি। ওইটা পরিবর্তন করে নতুন একটি ট্রফি আনা হচ্ছে কিন্তু সেটাও আপ টু দ্য মার্ক না। সেজন্য পরিবর্তন করে আবারও ট্রফি আনা হচ্ছে। খুব দ্রুতই ট্রফিটা আমাদের হাতে আসবে। আসলে এগুলো একটা প্রসেসের মধ্য দিয়ে হচ্ছে, আমরাও কম সময় পেয়েছি। আমরা আসলে ট্রফিটা চেঞ্জ করতে চেয়েছি। যদি আগের ট্রফিটাই থাকতো তাহলে এই প্রসঙ্গই আসতো না। আমি আশা করি এটি বিপিএলের একটা সেরা ট্রফি হবে।’বিসিবির দাবি, হীরা খচিত ট্রফি নিয়ে আসছে দুবাই থেকে, যে কারণে বড় অঙ্কের অর্থের সঙ্গে দিতে হচ্ছে সময়ও। ট্রফি বানাতে ২৫ হাজার ডলার খরচ হচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় ৩০ লাখ টাকারও বেশি।
এ সময় ট্রফি আসছে জানিয়ে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেছেন, ‘যে ট্রফিটা অর্ডার করা হয়েছে সেটা ডায়মন্ড স্টারের ট্রফি। ২৫ হাজার ডলার এটার মূল্য। এটা ইমপোর্ট করতে আমাদের একটু সময় লাগছে, তবে আশা করি দ্রুত এটা চলে আসবে।’
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এক প্রতিষ্ঠানের বানানো ট্রফিটি বিপিএলের মাঝপথে যেকোনো সময় বাংলাদেশে আসতে পারে বলে জানিয়েছে বিসিবি। ট্রফি এলে সেটি উন্মোচনের একটি অনুষ্ঠানও হতে পারে। তখন অধিনায়কদের সঙ্গে হবে ফটোসেশনও।