দেশের পার্বত্য জেলা বান্দরবানে এবার ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে বান্দরবানের বিভিন্ন এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয়।
রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৯। এর উৎপত্তিস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২২.০৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.৫১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। উৎপত্তিস্থল থেকে বান্দরবান সদর উপজেলার দূরত্ব ছিল প্রায় ২৮৬ কিলোমিটার।
স্থানীয় এক বাসিন্দা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ ভূমিকম্পে বান্দরবান কেঁপে ওঠে। আতঙ্কে মানুষ ছোটাছুটি করে। তবে কম্পনটি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি।এর আগে, গত ৪ ডিসেম্বর রাজধানী ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তারও আগে গত ২৭ নভেম্বর ঢাকা ও আশেপাশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে।